প্রবাসী ছন্দে দীপায়ন হোসেন (বাংলাদেশ)

সারি সারি লাশের স্তূপ

ভারতের ওড়িশা রাজ্যে
রক্তগঙ্গা বয়েই চলছে
ট্রেনের সাথে ট্রেন সংঘর্ষ, চিৎকার শোনা যাচ্ছে
রাস্তার দু’পাশে রক্তের তাজা দাগ লেগে আছে
রক্তমাখা ভালোবাসার কবিতার খাতা ছড়িয়ে ছিটিয়ে
চোখের সামনে লাশ আর লাশ
মৃত্যের সংখ্যা ৩০০ শত বা আরো বেশী; আহত ৯০০শত
একসাথে এত লাশ দেখিনি কখনও
মৃত্যুর মিছিল থামছেই না
জানি না কখন থামবে এই মৃত্যু আকাঙ্ক্ষা
বিভৎস সব মুখগুলো, চোখের সামনে
সারি সারি লাশ জমা হচ্ছে
ভেসে আসছে ভয়াল আর্তনাত
লাশের সারি দেখে চোখে জল গড়ায় না
লাশ শনাক্ত করতে ছুটোছুটি চারিদিকে
কেউ আবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রক্ত দিতে
কেউ আবার বলছে কাঁদিস না, খুঁজে পাবি
হয়তো কেউ আবার হবে বেওয়ারিশ লাশ
একটা তদন্ত কমিটি হবে
সে কমিটি রিপোর্টও দিবে
ততদিনে লাশগুলো পঁচে-গলে, মিশে যাবে
কিছুদিন যেতে না যেতে সবাই ভুলে যাবে
এভাবেই চলে যাচ্ছে সময় কাল-মহাকাল
আমরা কাঁদি নিভৃত যাতনায়
সারি সারি লাশের ভীড়ে, জীবন্ত লাশ হয়ে মিশে যাই
দেখি মানুষ হেরে যায়
প্রিয় যায় প্রেয়সীকে ছেড়ে
এমন দূর্ঘটনায় ভুগছে পৃথিবী অর্হনিশি
সবশেষে বলি-
এই অ-স্বাভাবিক মৃত্যু চাই না আর
ওড়িশা রাজ্যে ট্রেন দূর্ঘটনায় মৃত্যু যাত্রীরা যেখানেই থাকুক ভালো থাকুক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।