প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)

ভেতরের আমিত্ব খুঁজি
তোমার চোখের সাগরে নিজেকে হারাই –
রূপের জালে মন হারাই,
তোমাকে স্পর্শ করলে সুখ অনুভব করি –
ভোগে অমায়িক আনন্দ পাই।
তোমাকে দেখার সাধ হয়,নিরবে নিভৃতে,
তুমি মূলত কোথায় আছো।
আমিত্ব কে জয় করার চরম ইচ্ছে মনে –
আকারে বিকারে দৃশ্যে অদৃশ্যে।
সাধনার গুরুত্ব বেশি, কিছু পেতে হলে,
সাধন মূলে পেতে হয়, তবেই তা মিলে।