মার্গে অনন্য সম্মান বন্দনা পাত্র (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৪
বিষয় – আঁচড়
দাগ
বনানী আজ বাড়ি ফিরল দেরী করে।কোনও দিন এত দেরী হয় না।কলেজে পৌঁছেই প্রতিদিন ফোন করে বলে দেয় সে পৌঁছে গ্যাছে।ট্রেনের গন্ডগোল আজ, তাই দেরী হল।
_তিন বছর পর, তার বিয়ের দিন সাজঘরে যখন মেয়েরা তাকে সাজাচ্ছিল,তখন গলায় হার পরাতে গিয়ে বলল,”আচ্ছা বনানী তোমার ঘাড়ে এটা কিসের দাগ?”বনানীর চোখ দুখানি গভীর দীঘি হয়ে উঠল।
তারপর, উত্তর দিল “ঐ টি ভালোবাসার আঁচড়”!
যে মেয়েটি সাজাচ্ছিল সে প্রশ্ন করল, “তার কাছেই যাচ্ছ তো?”
বনানী সুন্দর করে বলে উঠল, “আমার ভালোবাসার আঁচড় যদি সত্য হয়,আমি না গেলেও ভালোবাসা ফিরে আসবে”।
সকলে ছুটল, —“বর এসেছে—,বর এসেছে—”
বিয়ের পিঁড়িতে বসার আগেই বরের বাবা বললেন, “এখনও গাড়িটা আমার বাড়িতে পৌঁছায়নি “।
এমন কথা শুনে বনানী মাথা ঘুরে পড়ে গেল। ঘাড়ের চুল গুলো সব সরে গেল। বর দেখল,”এই তো সেই আমার দেওয়া দাগ”!
অচেতন অবস্থাতেই বিয়ের কাজ সম্পন্ন হল।বনানীর সিঁথি রাঙা হয়ে উঠল।