T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

মা দুগ্গা
নীল আকাশে মায়ের পাশে
ঝলমলে এক রবি,
তাই না দেখে ফুটলো মনে
মহালয়ার ছবি।
মহালয়ায় আসেন মা
তারই বাপের বাড়ি,
সবার সাথে সবার তখন
হয়না কোনো আড়ি।
বাপের বাড়ি এসে মা
থাকেন কটা দিন,
হইচই, হই হুল্লোড়
বাজাই শুধু বীণ।
সবার শেষে যখন মায়ের
আসে যাবার পালা,
চোখের জলে বন্যা আসে
বুকে ধরে জ্বালা।