ক্যাফে কাব্যে তনুশ্রী মন্ডল

প্রত্যেক সোহাগের যে অস্তরাগ,তার প্রতিটি সুর মস্তিষ্কে ধারাস্নান দেবে ভেবে নিতে বলে সোহাগ নিজেই।।আসলে যে রোমকূপ,স্খলিত দীর্ঘশ্বাস- সেসব কখনো দ্বি চারি হয়না।সেতার,পদ্মের যে সঙ্গত,চাদর, স্বেদগ্রন্থি তেমন মেলাতে পারলে প্রতিটা লোমকূপ এক একরকম অনুরণন।যে আক্ষেপ আমাদেরকে বিচ্ছেদ দেয়,তার গায়ে একটা করে শৃঙ্গার লিখে দিলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।সেই স্নিগ্ধ রূপকথা রোজ একবার ছড়িয়ে দিতে ইচ্ছে।জোনাকি আসলে সহমর্মিতার সমার্থক।