কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

ইচ্ছে করে
ইচ্ছে করেই ইচ্ছে উড়াই,
ইচ্ছে ডানা দিয়ে মেলে।
সব ইচ্ছে কি হবে পূরন,
ইচ্ছা, অনিচ্ছার সূতোর ঝুলে।
ইচ্ছেরা সব দেয় যে উঁকি,
ছেঁড়া শার্টের নিচের তলে।
স্বপ্নেরা সব দেয় যে উঁকি,
চোখের তারার অতল তলে।
ভাবছি বসে কি যে চাই,
মন মননের কি যে আশা।
শুকনো মন জীবন পাবে,
একটু পেলে ভালোবাসা।
কি যে করি এক জীবনে,
ছোট্ট এ সময় নিয়ে।
ইচ্ছে করে ভালো থাকি,
ভালোবাসা বুকে নিয়ে।