দিব্যি কাব্যিতে মালা মিত্র

কিশোরী প্রেম
দেখ কেমন জল টুপটুপ ঠোঁট
নব কলমী ঢলোঢলো তরী,
ও মাঝি হাল হাতে তুলে নে না,
এস মাঝি আর কোরোনা দেরী।
নতুন চাওয়া,নতুন পাওয়া পট,
ও পটে এক তন্বী অনাঘ্রাতা,
চঞ্চল হিয়া ছটফট্।
দু পাহাড় বেয়ে ফোঁটায় ফোঁটায় নুন,
জঙ্ঘা মাঝে লুকানো এক স্রোত,
মাঝি তুমি কষেই ধরো হাল,
কিশোরীর নব্য যৌবন।
গজগমন দুলকি চালে চলে,
তুমি নাকি পার করে দাও নদী?
আমার মাঝি অন্যগমন ছাড়ো,
মনটা আমার পেতে চাও যদি।
সামাল!সামাল!এই মন্ত্র বলো!!!