কবিতায় বলরুমে প্রদীপ সরকার

না হয় ভিজিয়ে দিতে
একবার না হয় ভিজিয়ে দিতে
তোমার হঠাৎ বৃষ্টি খেয়ালে।
যতো রং ঝরে পরে
তোমার অপরিকল্পিত ইচ্ছায়
তোমার অনায়াস অপচয়ে
সবটুকু উড়ে যাবে বাউন্ডুলে হাওয়ায়
তেমনও কি ভেবে নেওয়া যায়!
কবিতার কিছু কিছু কথা
গল্পের অশ্রুসজল কিছু মুখ
কিছুতেই মোছেনা কোনোদিন
বায়বীয় উদ্ভিদের মতোই বেঁচে থাকে
শিকড় ছড়িয়ে দিয়ে হাওয়ায়।
খেয়ালী বৃষ্টির ছিটায় যতটুকু রং
অনিচ্ছায় এসে লাগে ভিতরে-বাহিরে
সবটুকু কর্পূরের মতো উদ্বায়ী হ’লে
রামধনু মরে যেত কবেই।
অনুদ্বায়ী অম্লজানটুকু ফুসফুসে নিয়ে
না হয় কাটতো বেলা দহন যাপনে।