মার্গে অনন্য সম্মান শুভা লাহিড়ী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৭
বিষয় – মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী
একুশে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির একুশ তারিখ, উনিশশো বাহান্ন সাল,
সন্তানের রক্তে বাংলা মায়ের শরীর হলো লাল।
উর্দু হবে নাকি রাষ্ট্রভাষা,শুনে উঠলো ক্ষেপে সব!
যুক্তি দিয়ে,শক্তি দিয়ে প্রতিবাদে করলো কলরব!
মাতৃ ভাষায় বললে কথা, শান্তি মনে পাই!
তাইতো দাবী ছিলো মোদের, বাংলা ভাষাই চাই!
মায়ের ভাষা বাংলা মোদের হলে রাষ্ট্রভাষা!
তবেই মোদের সফল হবে,সুপ্ত মনের আশা!
আমার ভাইয়ের রক্তে রাঙানো, বাংলা ভাষা তাই!
খুললে স্মৃতির খাতার পাতা,সব প্রমানই পাই!
মায়ের ভাষার তরে অনেক শহীদ হলো জানি!
আজও সেদিন পড়লে মনে,ঝরে নোনা পানি!
একুশ এলেই নতুন করে বেহাগ ধরে সুর!
মায়ের থেকে শহীদ ছেলে আলোকবর্ষ দূর!
ভাষার জন্য বলি হলো, বাংলা মায়ের ছেলে!
মায়েরা শুধু আছে বুকে তুষের আগুন জ্বেলে!
একুশ এলেই শ্লোগান মুখর ,বাংলার পথ ঘাট!
পরের দিনই সব অভিনয়,অস্টরম্ভার আট!
পরের দিনই দেখতে পাবে,চোখে আঙুল দিয়ে!
ইংরেজি মাধ্যমে সবাই মিলে, ভীড় করছে গিয়ে!
বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের প্রাণ!
বাংলা ভাষায় বলতে কথা, মনে করে আনচান!
এর পরেতেও গর্ব করে, বলে যখন লোকে!
বাংলা টা ঠিক আসেনা জানো,ইংরেজি আসে ঝোঁকে!
এই ভাষারই জন্য বলি, দিলো মায়ের স্নেহ!
থাকলো পড়ে রাজপথে তে, কত নিথর দেহ!
একুশের এই আন্দোলনে, বাংলা ভাষার হলো জয়!
রফিক,সালাম,বরকত-রা রয়ে গেলো অক্ষয়!
দামাল ছেলে ছাড়া কি আর শহীদ হওয়া যায়!
এমন দামাল ছেলে সবাই ,ভাগ্য করেই পায়!
এরাই পারে জীবন দিতে,বাংলা মায়ের জন্য!
এদের অবদানেই এ দেশ হলো যে তাই ধন্য!