কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

লাশকাটা ঘর
তুমি যখন দূরে তোমাকে তখন চেনাই যায় না, যেমন সাগরের মাঝখানে ঢেউ, পাড়ের কাছে এলেই তার যত দাপাদাপি, তুমি জানো মৃত্যুর জন্য অপেক্ষার নাম? উঁচুতে থিতু হতে চাওয়া জল
কতবার তবু নিজের ইচ্ছার বিরুদ্ধে গড়িয়ে নেমেছি
আমিও টের পাইনি নিজেকে ভাগ করতে করতে কতগুণ হয়ে গেছি, তুমি যতবার আমাকে রেখে আসবে ঠান্ডা ঘরে, ততবার আমি আগুন থেকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেব তোমাকে।।