গদ্যানুশীলনে শুভ্রব্রত রায় (অণুগল্প)

মায়া
অত্রিবাবুর একমাত্র সন্তান সানি ও স্ত্রীর জন্য বেড়িয়েছেন দুর্গা পূজার বাজার করতে। কেনাকাটা করে যখন ফিরছেন তার গাড়িতে, তখন অত্রিবাবুর চোখে পড়ে সানির বয়সী একটি ছেলে পথে সাহায্য চাইছে করুন কন্ঠে আর চারদিকে লোকের ভীড়। সেদিকে কিছুটা এগোতেই অত্রিবাবু দেখেন একটি ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পরে আছে।
অত্রিবাবুর জিজ্ঞাসায় ছেলেটি বলে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনে অত্রিবাবুর ছেলেটির প্রতি খুব কষ্ট ও মায়া হওয়ায় তিনি তড়িঘড়ি করে তার বাবাকে গাড়ি করে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করার জন্য রওনা দেন।