সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৬৩)

না মানুষের সংসদ
খৈতান মৈত্র – চিত্রলেখা আর বিমানের দিকে তাকিয়ে বললেন,
সি ইজ অ্যা নাইস গার্ল । জীবনটাই তো ফ্যান্টাসি । সত্যি কিছু কি !
চিত্রলেখা বলল, কিন্তু পড়াশুনায় যে মন হচ্ছে না ।
খৈতান মৈত্র মনকে বললেন,
ফুচকা খাও তুমি !
মা বকে, বলে তুমি দুধ খাবে । ফুচকা খেলে অ্যাসিডিটি হবে ।
খৈতান মৈত্র বললেন,
ম্যাডাম, শিশুকে এতো বাধ্যতার মধ্যে রাখবেন না । মুক্ত করুন ওকে । প্রবলেম আপনার বা আপনাদের ।
তোমার ভাল নাম কি !
কীর্তিকা ব্যানার্জি । মন বলল ।
নামটা কেমন দিয়েছেন দেখুন । আপনাদের অপূরিত কীর্তি ওকে পূরণ করতে হবে । নট ওয়াইজ ।
আমি তোমার নামের বানান বদলে দিতে পারি ।
মন বলল,
কি করে !
কৃত্তিকা । মানে একটা নক্ষত্র । যার নিজস্ব আলো আছে । তোমার নিজের আলো চাই !
হ্যাঁ, জোনাকির মতো ।
তবে তুমি কৃত্তিকা । নক্ষত্র । আবার দেখা হবে ।
মন ‘টা টা’ করল খৈতান মৈত্রকে ।
খৈতান মৈত্র মনকে আরেকবার ডাকলেন । কাছে এলে একটা ফটো হাতে দিলেন । মনকে জিজ্ঞেস করলেন –
বলো তো কে ?
‘দাদু’ । ‘মন’ খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলল ।