|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুমন দিন্ডা

মরুভূমি
সবে রাতের র গিয়ে ন তে ঠেকেছে
শুঁড় তুলে এগিয়ে আসছে অচেনা খন্ড-ত,
চোখের সামনে এলোমেলো উড়ছে ক আর ম,
আর মাথার যন্ত্রণায় গ এর জীবন ঝুঁকির খাতায়,
আমি স্পষ্ট দেখছি গোল হয়ে ঘুরছে বর্নেরা
বইয়ের পৃষ্ঠা ছেড়ে একে একে বেরিয়ে পড়ছে।
কালি বসে আছে কর্তব্যহীন, পাতা ভিজছে অন্ধকারে,
সমস্ত প্রয়াস নিয়ে আমি ছুটছি…..
মিলিয়ে যাচ্ছে অতীত, মিলিয়ে যাচ্ছে বর্তমান,
কাউকে যে আটকে রাখবো সে ক্ষমতা নেই,
ছুটে চলেছি মরীচিকা, ছুটে চলেছি বালিয়াড়ি….
কায়াহীন আমি নীল জ্যোৎস্নার কোলে রেখে যাচ্ছি
ভবিষ্যৎ গিলে খাওয়া কিছু অস্ফুট অক্ষর,
দাবিহীন নামঞ্জুর দরখাস্ত।