|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

অভিব্যক্তি
এ নড়বড়ে হাওদায় আমি একা,
আত্মীয়- স্বজন, বন্ধু- বান্ধব হীন,
অনন্ত- পথযাত্রী এক অসহায়–
নির্জনে প্রস্ফুটিত গোলাপ, মলিন।
নাহি ক্ষতে কেহ বাঁধিবার ওষধি,
অন্তিম- যাত্রার পথ করি সুগম–
না ভজি কর্ণ-কুহরে স্তুতি, কীর্তন,
ওষ্ঠাগত প্রাণে ঢালি শীতল বারি।
কেবলই মুখে ‘হম্বি’ ‘তম্বি’ গর্জন
নিরন্তর, আশ্বাসিত যেসকলই; অসত্যে,সত্য বলি উদ্যোগে প্রয়াসী
কণ্টক -শয্যা পাতে এবে মিত্র সাজি ।