ক্যাফে কাব্যে বিমল মণ্ডল by TechTouchTalk Admin · Published July 17, 2021 · Updated July 17, 2021 বানভাসি নতুন করে জন্মাই ঐ পাড়াটার জঠরে সহসা চোখ পড়ে জলে ঢাকা মায়ের জরায়ু… যন্ত্রণার চেহারা হেঁটে যায় শিশুদের কান্নার সাথে শূন্য থালা রাত্রি অবধি মা গোণে আমার সম্পূর্ণ আয়ু। পচা দুর্গন্ধ রাতের কিনারে শব্দ ভাঙে ভেতর প্লুতস্বরে মিথোজীবী স্বপ্নে সহজাত বানভাসি উদবাস্তু… কবিতার ঘর উড়ালপুল শব্দের ভীড় আমি ঘিরে নতুন জন্ম ঘিরে কবিতার আলে বিষম বায়ু। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 T3 || সৌরভ সন্ধ্যায় || লিখেছেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায় May 8, 2021 by TechTouchTalk Admin · Published May 8, 2021