• Uncategorized
  • 0

হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী

এমন যদি হত

এমন যদি হত তবে
মজা হত ভারি,
সবার বোল পাল্টে যেত
পাল্টে যেত বাড়ি।
কুকুর ডাকত হুক্কা-হুয়া
শিয়াল ভেউ-ভেউ,
ইঁদুর ডাকত মিউ-মিউ
বিড়াল চিউ-চিউ।
বাঘ ডাকত হাম্বা-হাম্বা
বানর চিহি-চিহি,
গরু  ডাকত হালুম-হালুম
ঘোড়া করত হিহি।
কুহু-কুহু স্বরে ডাকত কাক
কোকিল ডাকত কা-কা,
বাক-বাক্-কুম ময়ূর ডাকত
পায়রা ডাকত কেকা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।