কাব্যানুশীলনে পপি মৈত্র
by
·
Published
· Updated
অতিমারির প্রকোপ
মানুষের জীবন আজ বিপন্ন
চারদিকে অতিমারির প্রকোপ
নিজেকে আজ বড়ই অসহায় লাগে।
ছোট থেকে বড় সবাই আজ গৃহবন্দী
ছোটদের কাছে এই বন্দীজীবন
যেন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে।
এযেন এক দুঃস্বপ্নের রাত
মহাপ্রলয়ের মুখে দাঁড়িয়ে আমরা সবাই
চারদিকে চলছে মৃত্যুর মিছিল,
চিতার লেলিহান শিখায় পৃথিবী গদ্যময়,
অক্সিজেনের জন্য অসহায় মুখের আর্তনাদ
হে ঈশ্বর! আর কত প্রাণ নেবে তুমি?
বন্ধ করো এই মহাপ্রলয়ের মরণখেলা
ফিরিয়ে দাও আগের সুন্দর প্রাণোচ্ছল পৃথিবীকে।