মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৬
বিষয় – মনের মানুষ / ঈদ
ঈদের আহ্বান
‘ঈদ’ অজানা কোন ‘এক জনা’ বললে ঈদকে ডেকে –
‘তোমায় নিয়ে মাতছে কেন আজ ভায়েরা দিকে দিকে! ‘
মুখটি দেখে মুচকি হেসে ঈদ বললে কানে কানে –
‘বলছি শোন,ভুলোনা যেন,আমার কি যে হয় মানে –
পাহাড় থেকে প্রীতির পরশ খুশির ছোঁয়ায় আলো হয়ে
ঝরনা বেয়ে নেমে আসি মায়ের স্নেহ আদর নিয়ে।
সাঁঝ গগনে জোছ্না ঝিলিক তুলে মনে খুশির হাওয়া,
আলো আঁধার ভুবনটাতে প্রেম প্রীতি সুখ প্রাণেতে নাওয়া।
বিভেদ ভুলে খুশির তালে একসাথে সব গাহ গান –
এক মায়ের দুই যমজ ছেলে তোরা হিন্দু -মুসলমান।
মিলে মিশে থাকবি সবে সম্প্রীতি যার বিশেষ নাম,
হৃদয় মাঝে পাতবি আসন,তবেই আমার থাকবে দাম। ‘
শুনি কানে উদ্দীপনে ‘এক জনে’ কয় একশ জনে,
ঈদের টানে খুশির গানে মাতায় বাতাস সুর আহ্বানে –
‘আয় ছুটে আয়,আয়রে তোরা,ওঠে শওয়াল চাঁদ-
দ্বন্দ্ব ভুলে আকাশ তলে ভাঙি বিভেদ দ্বেষের বাঁধ।
রমজানের ঐ রোজার শেষে এইতো মিলন চাঁদের মেলা –
ঈদ পরবে স্বপ্ন সুখে ভাসাই প্রেমে ধন্য ভেলা।
ঈদ গাহে আজ ‘ঈদ মুবারক’ জানাই জনে জনে –
আল্লাহ মেহের বানের দানে খোসবুতে প্রাণ ভরুক মনে।।