T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুচেতা বিশ্বাস
by
·
Published
· Updated
জন্মদিন
দৈর্ঘ প্রস্থে যায় না মাপা যে তেপান্তর
আমার অবিরাম বৃষ্টিস্নান
তিনিই রবীন্দ্রনাথ
আমলতাসের দীর্ঘ দুপুর ছাতিম ছায়াতল
শিহরণে খোয়াই
আমার রবীন্দ্রনাথ
একাকিত্বের ডাক নাম সেই কতকাল
সঞ্চয়িতা গীতবিতান
আমার রবীন্দ্রনাথ
ঈশ্বর আছেন আমার মন্দিরে
গোপন কুঠুরিতে
নাম রবীন্দ্রনাথ
সেখানে শুধুই চন্দন সুবাস
তীর্থে জোড়াসাঁকো