পেশা শিক্ষকতা। অরণী বিদ্যালয়ে বাংলা সাহিত্য ও সৃজনশীল লেখা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
প্রকাশিত হয়েছে এই পৃথিবী এই দেশ ও নিভৃত পরবাস নামে দুটি কবিতার বই। টাইমমেশিন ও গুপ্তহত্যা অতঃপর নামে দুটি বড় গল্পের বই।
মূলত উপন্যাস লিখছেন। বর্তমানে ‘সম্পর্কটি শুধুই জৈবিক’ নামে একটি ধারাবাহিক উপন্যাস লিখছেন।
ঢাকায় বসবাস করেন।
এসো কথা বলি
ভেবেছি তুমিই পাঠিয়েছ ঝড়
অথবা মনোবীণার কারুকাজ
কণ্ঠের সুর তুলে দিয়েছ রূমালে।
শোনো, এখানে রাষ্ট্র হয়ে গেছে
কবে যেন সাদা রূমালে লিখে দিয়েছিলে ‘ভালোবাসি’।
অথচ নীল আকাশের নিচে বসে একা
হাতে আমার ভাঙনের চিঠি।