T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মীনা সাহা
by
·
Published
· Updated
রাঙামাটির দেশে
তুমি এলে বৈশাখী রোদ মেখে
দীপ্ত আলোর তেজে
সারা আকাশ রবির আলোয় সেজে
আকাশ মেঘলা হলো
সাওন মেঘের আনাগোনা
রুদ্র আকাশ সাজলো
তোমার ছবি সাওন মেঘের ভেলায়
তোমার ছবি রুদ্র আলোর ছটায়
তোমার ছবি নটরাজের জটায়
তুমি এলে বৈশাখী রোদ মেখে
দীপ্ত আলোর তেজে
আকাশ মেঘলা হলো
ওপারের খেয়ায় তোমার চলাচল
রাঙামাটির ধূলোয়
তোমার সুরের সংরাগ গেছে ভেসে
পদচিহ্ন মনের পদাবলী জুড়ে
এঁকেছে নতুন আলোর পথ
ঝড়-ঝঞ্জা ধূসর হলো বিকেল
তোমার আঁকা নতুন পথের বাঁকে
গাঁয়ের ধেনু ফিরলো যখন বাটে
বাজলো আলোর বেণু
রাখালিয়া বাঁশি চারণ ভূমি জুড়ে
তোমার বাঁধা সুরে
বাউল একতারা মন
রাঙামাটির দেশে
তুমি এলে…
তুমি এলে বৈশাখী রোদ মেখে