এলাটিন – বেলাটিন কবিতায় অসীম মালিক
by
·
Published
· Updated
বিবেকতরী
একাই তুমি আগলে রাখ পায়ের নীচে মাটি,
বিবেক বলে সারাটা দিন তোমার সাথে হাঁটি।
একপা হেঁটে দু’পা পিছোই,
বিনি সুতোর মালা বিছোই।
ফানুস হয়ে আকাশ ছুঁয়ে তোমায় ফের ডাকি,
তোমার থেকে অনেক দূরে শঙ্খ সুরে থাকি।
তোমার চোখে দেশের চোখ বিবেক হয়ে জ্বলে,
‘কলকাতার যীশু’রা দেখি তোমার কথাই বলে।
শঙ্খ বাজে বুকের মাঝে ঠিক,
শিরদাঁড়া যেথায় ইলাসঠিক।
তোমার কোন শিবির নেই আঁচল ছায়াতলে,
আমার মাটি তোমার হাতে স্বর্ণ হয়ে ফলে।
শঙ্খ ঘোষের জন্মদিন আসুক ফিরে ফিরে,
পালবিহীন নৌকা আসুক আবার ফিরে তীরে।
এসো ফুঁ দিয়ে নিভিয়ে মোমবাতি,
শঙ্খ ঘোষে সবাই হাত পাতি।
কেকটি কেটে ছুরি হাতেই বিবেক ফেলি চিড়ে,
শঙ্খ ঘোষের তরী ভিরুক প্রতি নদীর তীরে।