|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় জয়শ্রী রায় মৈত্র
by
·
Published
· Updated
দিয়ার সেই দিন
সকাল থেকেই আজ আকাশের মুখ ভার । মনে হচ্ছে আর কিছুক্ষণের
মধ্যেই মুষলধারে বৃষ্টি নামবে । দিয়ার মনে আজ ভীষণ কষ্ট । কিচ্ছু ভাল
লাগছে না তার । মাসতুতো বোন ঈশার বিয়ে উপলক্ষে মাসির বাড়ি এসে তার
অনুভুতি সম্পূর্ণ অন্যরকম লাগছে । সকাল থেকেই ঈশাকে নিয়ে বাড়ির সবাই
ব্যস্ত । এয়োতিরা হাসি-ঠাট্টা করতে করতে ঈশাকে স্নান করাতে চলেছে । দিয়া
নিজেকে আর ধরে রাখতে পারল না । দিয়া তাড়াতাড়ি চিলেকোঠার ঘরে চলে গেল ।
এবার ঝমঝম করে বৃষ্টি নামল । বৃষ্টির দৈত্য-রূপ দেখতে দেখতে দিয়া বিহ্বল
হয়ে পড়ল । তার চোখের সামনে ছবির মত ভেসে উঠল তার অতীত । দশ বছর আগে তার
জীবনেও এই দিনটি এসেছিল । সেও গায়ে হলুদ মেখেছিল । এয়োতিরা তার সারা শরীর
হলুদের তত্ত্ব মাখাতে মাখাতে কত ইয়ার্কি- ফাজলামি করেছিল । মনে পড়তেই
দিয়া ডুকরে কেঁদে উঠলো । হঠাৎ কোথা থেকে যে কি ঘটে গেল !