বৎসরের ক্লান্তি কাটিয়ে প্রকৃতি আবার রজঃস্বলা;
সেজেছে নতুন সাজে।
পুরাতন বৎসরের ইতিহাস ঝরাপাতা হয়ে ঝরে গেছে;
নতুন প্রাণের অনুভূতি তার অন্তরে।
চারিদিকে সবুজের সমারোহ,পলাশ শিমূল কৃষ্ণচূড়ায়
রঙিন হয়েছে সে।
বাতাস মহুয়া গন্ধে হয়েছে মাতাল,
রয়েছে স্নিগ্ধতার পরশ।
প্রকৃতি তার নিজের রূপে নিজেই হয়েছে মুগ্ধ।
মানুষ সেই মুগ্ধতা গায়ে মেখেছে,স্নান সেরেছে
বসন্তের আঙ্গিনায়। জেগে উঠেছে তার অন্তরের
সৌন্দর্য।
সেই কোন আদ্যিকালে রাধাকৃষ্ণ
প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে মেতে উঠেছিল
দোলের খেলায়;
আবদ্ধ হয়েছিল মধুর মিলনে।
তাই কি বসন্ত প্রেমের কাল!
প্রেম কি বলে কয়ে আসে,দুটি মন কি
শুধুই প্রতীক্ষায় থাকে বসন্তে মিলন আশে!
দুটি মন যবে মেশে অন্তরের টানে,তখনই তো
তাদের বসন্ত কাল।হোক তাহা গ্রীষ্ম বর্ষা শীত
কিম্বা অন্য কোনো কাল।
তবে কি দোষ করেছে বাকি দশ মাস!
বসন্ত সুন্দরী মনোলোভা,নতুন বছরের
আগমন বার্তা তার বুকে,
কন্ঠে নব জীবনের গান।
নতুন ভাবে বেঁচে থাকার অঙ্গীকার।
প্রেম নয় বসন্ত মনের আবেগ সুখ হয়ে ঝরে পড়া
সৌন্দর্যের অনুরাগ।