আজন্মকালের পুঁতে রাখা বৃদ্ধ বটে,
এক ঝাঁক টিয়ার বাস ছিলো ।
একটু ছোলা দিলে, ওরা অষ্টপ্রহর শুনিয়ে যেতো কৃষ্ণকথা ।
আমি সবুজ,লাল লঙ্কা, ঠোঁটের কাছে দিতেই ওরা সুর করে করে পদাবলী গাইতো।
তখন ওই গাঢ় সবুজ গাছ জুড়ে কী তুমুল উৎসব,
কান্ডময় বাহারি ঝুড়ি, শাখায় শাখায় লাল ফল।
আর মুহূর্তে টিয়াদের পাশে উড়ে আসতো একদল চন্দনা,তারপর অহর্নিশ রাস উৎসব..
… চৈত্র চলে গেলে!
আমি আবার ছোলা এগিয়ে লঙ্কা নিয়ে বসি,
পেন্ডুলাম আমায় অনুসরণ কোরছে!
না আমি পেন্ডুলাম টিকে অনুসরণ করছি
বুঝতে বুঝতেই,
তাকিয়ে দেখি ওরা আসে ছোলা খায় আর অন্য গাছে চলে যায়,
আর আবার আমি ছোলা হাতে কান পেতে বসে থাকি অনন্ত প্রতিক্ষায়..