|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় ইলা চক্রবর্তী

নারী
সৃষ্টির আহ্বান শুনেছি নিজের অস্তিত্বে।
দুটি হাত বাড়িয়ে বলেছি,
গর্বিত করো নারীত্বের সুখে।
জন্ম লগ্ন থেকে শুরু বঞ্চনা কিবা অপমান।
ধিকি ধিকি আগুন জ্বলছে বুকে,
সে আগুনের লেলিহান শিখায়,
ছার খার হতে চায় নিয়মের বেড়াজাল।
আজও সৃষ্টি অপেক্ষা করে দশভূজা মা দূর্গার
আমি নারী!
এ সন্মান আমি নিজে দিয়েছি নিজেকেই।
অবাক হয়েও না ,
এটাই তো হওয়ার ছিল!
সন্মান দিলে সন্মান পাওয়ার যে ছিল।
সৃষ্টি যদি সে করতে পারে,
ধ্বংসের পথ সেও জানে।
দাড়াও তোমরা যে আছো যেখানে।
এবার আমরা এগিয়ে যাই তোমাদের ফেলে পিছনে ।