আমার স্বপ্নেও তুমি আছ
আমার স্মরণে তুমিই আছ
ভাটিয়ালীর সুরেও তুমি আছ
নজরুলেও তুমি।
একুশের আকাশে তুমি আছ
উনিশ এর প্রভাতেও তুমি আছ
তুমি প্রবাহমান এক নদী,
আমি তুচ্ছ এক ডিঙি নৌকা
তোমার আঁচল থেকে কুড়িয়ে নিই
ভোরের শিউলির মতো কিছু শব্দ
মালা গাঁথি কবিতার।
তুমি আমার বাণী, তুমি বন্দনা
তুমি প্রশ্রয় আমার, তুমি আশ্রয়
ঠোঁটের প্রথম বুলি তুমি
তুমি আমার কলমের ভাষা
তুমি আমার ভালবাসা
আমরি বাংলা ভাষা
তোমার কাছে নতশির।