প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে শিখা সরকার
by
·
Published
· Updated
তুমি আছো
কে বলে তুমি নেই ?
যখন বাতাস এসে আমায় জড়িয়ে ধরে
খুঁজে পাই তোমার আলিঙ্গন
ফুলগুলো যখন বাতাসে দোল খায
দেখতে পাই বাঁকা ঠোঁটের ফিকে হাসি
মিটমিটে দুষ্টু চাহনি
খুঁজে পাই তোমার অনুভূতি ।
কে বলে তুমি নেই ?
ভোরের আকাশে ঊষার আলো
জানালায় ছোট্ট পাখির কিচকিচ ডাক
জাগিয়ে দেয় তোমার সাড়া
কে বলে তুমি নেই ?
দুপুরের কাঠফাটা রোদে
কাঁঠাল গাছের ছায়া
এনে দেয় তোমার শীতল পরশ
কে বলে তুমি নেই?
চাঁদ যখন জোছনা ঝরায়
মনে হয় তোমার কোলে মাথা রেখে
নয়ন মুদে আছি মুগ্ধ আবেশে।।