দিব্যি কাব্যিতে দুর্লভ সরকার

পোকা

শরীরের জীবানু ঝেরে অ্যান্টিভাইরাস
নিই নিজের জীবনে ।
শত শত না হলেও
দশ বিশ ঘ্রাণ আঁকড়ে আছে
সেকেন্ড হ্যান্ড ফুসফুস ।
ক্লান্ত হুইস্কির গ্লাস আর
মৃতপ্রায় ধোঁয়ায়, আমি ভাবি
শরতের ঝিনুকের পোকারা
কতখানি রোগ শুঁষে নিতে পারে !
জন্মগত সৌন্দর্য আর সামাজিক পাপ
আদৌ কি দেখতে পায় ?
বুঝতে পারে কী ,
পোকাগুলোর মুক্তোতে রূপান্তর প্রক্রিয়া
ঠিক কতখানি সফল !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।