তুমি অকালে হারাতে বসেছিলে
অবহেলার দুয়ারে,
বদলাতে চেয়েছিলো এই সমাজের
হায়নার দল।
তুমি প্রতিবাদ করেছিলে তাই
তোমাকে দাবাতে পারেনি,
নারী তুমি সেই সাহসী নারী
ভয়কে করেছো অগাৎ জয়।
আজব তোমার চিত্রে অনেক কাহিনী
লেখা হয়েছিলো,
তুমি ভেঙ্গে করলে চুরমার এই সমাজে
অপশক্তিকে হার মানিয়ে দিলে।
সেই তুমি সাহসী নারী
কত দিন কেটে গেছে অবহেলায়,
অনাহারে চিৎকারে আর চোখের জলে
এখন তা আর হয় না তোমার প্রতিবাদে।
২|দেশ প্রেম
আজকের দৃশ্যটা আমাকে বার বার মনে করিয়ে দেয়
আমি ছিলাম ল্যাংটা একটি শিশু মাত্র,
নির্বোধ ছিলাম কিছুই বুঝতাম না বোঝার শক্তি ছিলোনা
আমার কে আমি?।
যখন আমি বুঝতে শিখলাম আমি একজন মানুষ
ভাবতে ভাবতে দেখা মিলল এক অদভূত এক নক্ষত্রের,
সে আর কেউ নয় আমার অতি প্রিয় মাতৃভূমি স্বদেশ
আমার মা বাংলা তার বুকে আমার বেড়ে ওঠা নিজ দেশ।
আমি তাকেই চিনি আর সম্মানে আকৃষ্ট আদরে
গানে আর সুরে খুজে পাই একটি অপরুপ চিত্র,
ভালবাসার বন্ধনে আগলে রাখতে চাই আপন স্বদেশকে
হে আমার জম্মভূমি তোমাকে সালাম।