।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রমা সিমলাই

সৌরভ

সুখের বিজ্ঞাপনে
ভাগ্যিস ক্রয়মূল্য লেখা থাকে না…
যেমন অবসাদে থাকে না আঙুলের বিবর্তন !
যে সম্পর্ক নীলামে ওঠে মুহূর্মুহূ,
সে কখনো নীলা-জন্ম ছুঁয়ে অনিবার্য হতে শেখে নি।
নিত্যদিনের সিঁড়িভাঙায় তার শুধু ক্ষয়ের মুদ্রাদোষ হয়ে নিজেকে টিকিয়ে রাখা।
ও গোঁসাই,
বাঁশ তোমার হাতে বাঁশি হলো বলেই না আমি
শামুকজন্মের খোলস খুলে
দিকশূন্যপুরের নিবিড় পারাপার আঁচলে বাঁধলাম…
আমি তো এও জানি,
আমার দধীচী-আত্মা নিরুপায় কায়াহীনের সৌরভ!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।