কবিতায় সন্দীপ গাঙ্গুলী
সুখবিলাস
বহুদিন পর আকাশের সুখ যাপন
এক বিকাল বৃষ্টির পর
সন্ধ্যার আঁচলে রৌদ্রাভাষ,
নবীন নদীর মত কলোহাস্যে মুখর বনলিপি।
পাখিদের ঐক্যতানের রেশে
শহরের ওষ্ঠাধারে আলোর রোশনাই,
পায়ের তলার ভিজে ঘাসে
চাপা পড়া যন্ত্রনা,
খসে পরা তারার সঙ্গে
বিলিন একরাশ অঙ্গীকার,
আকাশ পাহারার ইমারতে
একাকিত্বের রাতে শব্দচয়ন,
হারানো কবিতার দ্বিরাগমন।
খোলা জানলায় উড়ে যায়
একমুঠো অভিমান,
জোৎস্নার সোহাগে আপ্লুত রাত্রিবাস।