১৩.
কে যাও ওই পথে , আশ্রয়
পাথর এঁকে দেয় তোমার রক্তাক্ত নুপূর
কত ঢেউ ঝাপিয়ে পড়ে তোমার ছাদের মাটি
গাছের হাতে বাঁধা মধুবনি আঁচল
হরিণের জেগে থাকা চোখে নামে বৃষ্টিভরা মেঘ
ওই দেখো – কি বিরাট চুলে তোমার জেগে ওঠে সন্ধ্যামালতি চাঁদ, পীতাভ নদীঘর
এই হাতে ছুঁয়ে দাও সখা,
এই গর্ভ বৃন্দাবন, আমাদের ভারতবর্ষ প্রাণ
শিরা উপশিরা জলের আলিঙ্গন….
ঘন কাজলের পাতা কাঁপে
এক ডুবন্ত অন্য পৃথিবী ছোঁয়া, অনুশ্রীফুল
আমি কি করে দেখি বলো – এই ঘোর নীল ভরা দেহ
শতপথ শিলালিপিগাথা, তালপাতার উপর
গড়ে ওঠে একটা একটা শব্দ,বর্ণ, রেখা