কবিতায় অর্ণব আশিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সিন্ধুগর্ভ শঙ্খ
ঘরবন্দী অস্থির সময়
সিঁড়ি বেয়ে নামে স্মৃতির বোঝা
শিশুকাল, দূরন্ত কৈশোর দৌড় -ঝাঁপ, ধূলো পথ
সেই ছোটাছুটি সকাল দুপুর সাঁজ
কর্দমাক্ত মাঠ পাঁকময় পানা পুকুরের জল
আবছায়া আলপনা জীবনের ক্যানভাস হায়..
অনেক আকাশ, ঘরবাড়ি, মাঠ
আমরাই বানিয়েছি, আমরাই অবিভাবক
শিশুকাল কৈশোর সময়ের বেদনা জোয়ার
আকাশে চিলের ডাক, প্রভাতে শালিকের কিচিরমিচির,
নির্জলা দ্বিপ্রহর ঘুঘু, বউকথা কও-নেই
হয়তো মায়ের ডাক ছিলো
হয়তো বাবার বকুনি ছিলো, শাসন ছিলো
চৈত্রের উষ্ণ বাতাসে ছিলো দাদীর হিমেল পরশ
আজ কিছু নেই
বক নেই, ঘুলঘুলিতে নেই চড়ুইয়ের নড়াচড়া , তক্ষক ডাকেনা মগডালে আর..
শাসন- বকুনি নেই, নেই নেই..
ঘরবন্দী এক নৈঃশব্দ্য, ক্ষয়িষ্ণু দৈন্যতা
বারান্দায় শুয়ে আছে প্রিয় সারমেয়
বিছানায় শিশু, বিড়াল ছানা পাশে
রান্নাঘরে প্রিয় নারীর আনাজপাতির ঘ্রাণ
শুধু মনে মনে ডানা ঝাপটায়
স্মৃতির গন্ধ মন জুড়ে শিশুকাল, কৈশোর
এখন ঝিমুতে ঝিমুতে উড়ে চলে যায়..
নিঃশব্দে কাঁদে এই অস্থির সময়।