আমার সাহিত্য মার্গ!
জীবনে কোনো মানুষকেই ‘আমার’ বলে উঠতে পারলাম না ঠিকঠাক… তবুও কিছু কিছু ছোঁয়াকে নিজের বলতে মন চায়!
টেকটাচটকের বুধবারের সন্ধ্যেটাকে নিজের মত করে সাজাই একটু একটু করে, যত্নে…আজ তাই সেই সাহিত্য মার্গের কয়েকটা ধারাবাহিক নিয়ে কথা সরে নিই আপনাদের সাথে… এই সবকটি ধারাবাহিক মার্গের দায়িত্ব আমি নেওয়ার পর থেকে মার্গের পাতায়! তাই সম্পাদক হিসেবে এদের প্রতি পক্ষপাতিত্বের জন্য আমাকে কাঠগড়ায় তুলবেন না প্লিজ…
১. কন্ঠস্বর… চয়ন মুখার্জি
না,কোনো চিরাচরিত উপন্যাস নয়!তবুও এটা ধারাবাহিক, প্রতি বুধবার রাত সাড়ে আটটায় টেকটাচটকের পাতায় থাকে, এমনকিছু অজানা ইতিহাস নিয়ে, যাকে আমি আপনি কোনোদিন চেখে দেখি নি! অজানা, না বলা কিছু কোট, আনকোট ইতিহাসকে তুলে আনবে চয়ন, প্রতি বুধবার…
২. ঢেপ্সির প্রেমকাহিনী দীপান্বিতা বন্দোপাধ্যায়
টিন এজ প্রেম,যার স্বাদের সাথে আমাদের অনেকের সম্পর্ক ঘুচেছে প্রায় একযুগ আগে, তেমন সাবলীল কিন্তু প্রাণবন্ত এক প্রেম, অপ্রেমের গপ্পো তুলে এনেছে দীপান্বিতা! প্রতি বুধবার বিকেল ৫:৩০টায় ঢেপ্সিকে খুঁজে নেবেন প্লিজ, একটা ক্লিকে!
৩. নিশিভোর শাশ্বতী নন্দী
শুরুতে শনিবার সাহিত্য ক্যাফেতেই ছিলেন শুধু গৌরী। পাঠকদের দাবিতে আজ থেকে সন্ধ্যে ৬:৩০টায় সাহিত্য মার্গে থাকছেন এই দুঁদে IPS অফিসার… সাসপেন্স আর থ্রিলার, সাথে অদম্য এক নারীর কাহিনী!গৌরীর সাথে থাকবেন কিন্তু…
Last but not the least…
৪. স্রোতের কথা সীমন্তি চ্যাটার্জি
এটা ইংরেজি নভেল বা তার ডি গ্রেড মার্কা অনুবাদ হলেও এই গল্প আমরা অনেকেই হামলে পরে পড়ে ফেলতাম।কিন্তু স্রোতকে লেখিকা শুধু বাংলা ভাষায় আপনাদের কাছে নিয়ে এসেছেন বলে তাকে দূরে সরিয়ে রাখবেন,এটা কোনো যুক্তি হতেই পারেনা।তাই সম্পাদক হিসেবে একটা স্পেশাল অনুরোধ করলাম স্রোতের সাথে থাকার। রহস্য,অতিপ্রাকৃতের ধূসর রঙকে নিজের কলমে তুলে এনেছেন সীমন্তি… প্রতি বুধবার বিকেল ৫টায় স্রোতকে আবিষ্কার করবেন নতুন নতুন ভাবে,কথা দিলাম…
আজ সম্পাদকের কলমে এইটুকুই বলার ছিল আপনাদের…সাথে থাকবেন। 😊😊