• Uncategorized
  • 0

কবিতায় মাথুর দাস

কেন্দ্রীয় সরকার অধিগৃহীত সংস্থা দুর্গাপুর স্টীল প্ল্যান্ট থেকে অবসরপ্রাপ্ত । মূলত কবিতা ও ছড়া লিখে থাকি ।

ভবিতব্য

খড়ি পেতে  বলেছিল ধীরস্থির
পাড়ার এক নামজাদা জ্যোতিষে,
‘লেখাপড়া যোগ নেই ছেলেটির,
তবে কিছু  নেই তাতে ক্ষতি সে’ ।
‘সে কী’ ! বলেছিল বাবাটি আঁতকে,
‘বোকাহাঁদা ছেলে নিয়ে ঝঞ্ঝাট,
চিন্তায় এভাবে  থাকব কি আটকে !
ধরবে সে  জীবনের কোন্ বাট’ ?
‘ভালো করে দেখি তার  হরোস্কোপ্ ফেলে,
ভয় নেই, শুভ কিছু আছে ঠিক ;
হয়তো বা চোর হবে, সময়ের স্কোপ্ পেলে,
একডাকে পরিচিতি  দশ দিক’ ।
তারপর  দিন যায়  যত
মুখ তার  ভাসে ফ্লাডলাইটে,
মন্ত্রী সে নয়  আপাতত
তবে এক নেতা ডাকসাইটে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *