মেহেফিল -এ- শায়র পারমিতা দাস (দে)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বসন্ত সৈনিক
আলসেমি বিছানা ছেড়ে,
ঘুম ঘুম চোখ খোঁজে পরিচিত ঠোঁট।
জানলার পর্দা উড়ে এসে,
শরীর ছুঁয়ে যায় রঙিন অজুহাতে।
শিউরে ওঠা রোমকূপ,
জেগে ওঠে কাঁটায় কাঁটায়।
পানকৌড়ি তখনো ডুব সাঁতারে,
জলে ভাসে মাছের সন্ধানে।
বাতাসের ওজন মোটা হয়ে আসে,
সদ্য ফোঁটা মুকুলের গন্ধে।
রোদ টানটান হয়ে শুয়ে থাকে,
মাঠের সবুজ ঘাসে।
আমি দিন গুণে যাই ,
আঙ্গুলের কর মেপে।
বাউন্ডুলে পদবী মুছে,
ঘরে ফিরবে বসন্ত সৈনিক
একযুগ অপেক্ষার শেষে।