ডেকে নেবো কাছে
সে তুমি যাই ভাবোনা কেন
এভাবে ঠেলে দিতে পারিনা বলে
এখনও বুকের দু’পাশে আদর জমে থাকে
বোতামের স্পর্শ শুধু আঙুল জানে
তবু হিসেব গুলিয়ে গেলে পড়ে থাকে শূন্যতা
আর ওই বয়ে যাওয়া শুকনো শালপাতাগুলো
এভাবেই উড়ে গিয়ে ডেকে নেয় সেই সব পরাজিত গল্প
যেখানে বিকেলের রোদ জুড়ায়, হাওয়া এসে বলে যায়, “ দাঁড়া!”
সারি বেঁধে আশ্রয় চেয়ে নেয় , আমারই
ব্যর্থ কবিতারা….