• Uncategorized
  • 0

কবিতায় বিদ্যুৎ রাজগুরু

বোশেখ আমার

বোশেখ আমার মনপবনের বোশেখ বিহুর প্রাণ
বোশেখ আমার দিলদরিয়া পাখির শিসে গান ।
বোশেখ আমার নতুন পাতা ফুটছে শতদল
আমার চোখে তোমার চোখ দেখছি অবিকল।
বোশেখ রাঙায় আলোর রঙে আমার গোপন গেহ
বোশেখ হল উপচে পড়া দুধের মতো আমার মায়ের স্নেহ।
বোশেখ হল আকাশজুড়ে মেঘ গুড় গুড় ঝড়ের বিভাবরী
রাত বিরেতে স্বপ্নসুখে প্রিয়ার মন চুরি৷
বোশেখ আমার তপ্তবেলায় শরীরঝরা ঘাম
বাগানজুড়ে রসে ভরা হরেক রকম আম।
বোশেখ আমার রোদেলা বেলা গাছের ছায়ায় মন জুড়ানো প্রাণ
গাজন মেলায় তাকদুম তাকদুম দীঘলকালো দীঘির জলে স্নান।

বোশেখ হল কক্ষপথে ঋতুর আবর্তন
আগুন চুমে নতুন শপথ সূর্য আলিঙ্গন।

Spread the love

You may also like...

error: Content is protected !!