ক্যাফে কাব্যে শ্রীময়ী আলো

উল্টে দেখো

শূন্যতা এক বিষম বস্তু । একসময় সমস্ত শূন্য হয়ে আসে । সেই শূন্যতা আকর্ষণ করে মহাশূন্যের শূন্য দর্শন । অবিকল নিরুদ্বেগ , নির্লিপ্ত চেয়ে থাকা নিয়ে জীবন বসে থাকে মৃত্যুর ঠিক উপরেই । নদী বাঁক নেয়। ফুল বদলায় রঙ। অ-প্রাকৃত সীমানাগুলো বিচ্ছেদ মেনে নিতে নিতে আত্মীয় বোধ পরিযায়ী হয় । মন খারাপ করে। ছন্দহীন মায়া নিয়ে শব্দ খেলায় বিন্যস্ত হয় যতি চিন্হের আঁতুড় ঘর । কুয়াশা ছাড়িয়ে লাশ উঠে আসে গুপ্ত কবর থেকে। বেমানান দ্রাঘিমা পেরিয়ে সংযত সংকেতে প্রকৃতির প্রত্যাহার মুদ্রা করে চঞ্চল । গার্হস্থ্য প্রদীপের সারথ্য ভেঙে যায় দ্বিধাহীন নিমগ্নতায় । পলাতক প্রতিবিম্বতে ছায়া রেখে যায় সভ্যতার ইতিহাস । পদ্ম পাতায় দুঃখ সাজিয়ে ঈশ্বর বসে আছে প্রার্থনাহীন ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।