কবিতায় অসিত মণ্ডল by TechTouchTalk Admin · Published August 18, 2019 · Updated April 17, 2022 চোরাস্রোতএক স্মরণীয় দুপুরের সাহসী গোলাপঅবক্ষয়ী দিনে আনে অযাচিত সৌরভপর্ণমোচী মন সব অভিমান মুছে নেয়তোমার সাবলীল ওষ্ঠ -বৈভবে অনায়াসেহৃৎপিণ্ডের আল ধরে সহসা চলাচল শুরু করেলাশ কাটা ঘর থেকে ফিরে আসা অভিলাষবৃষ্টির ভেতর দিয়ে ভেসে আসাপোড়া চন্দন কাঠের গন্ধঅবলীলায় অস্বীকার করেপ্রতিরাতের অসমাপ্ত নিষেকইঙ্গিতে চোরাস্রোত বলে যায়প্রতিটি ভালোবাসাই শারীরিক হয়জায়মান পর্বেইবুঝে ওঠার অনেক আগেইসোহাগী চাঁদ ডুবে যায় অনন্ত সাগরে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ক্যাফে ধারাবাহিকে সুদীপ ঘোষাল (পর্ব – ১৩) November 25, 2023 by TechTouchTalk Admin · Published November 25, 2023