ক্যাফে কাব্যে জীবন সরখেল
স্বীকারোক্তি
হোঁচট খেলেই তবেই না আমরা পিছন ফিরে তাকাই;
যদিও ঠিক তার আগের মুহূর্ত পর্যন্তও অন্যের বিষয়ে হয়তো নিজেকে শ্রেষ্ঠ বিচারকের আসনেই বসিয়ে রেখেছিলাম!
নিজেদের যাবতীয় দুর্বলতা ঢাকতে এখনও তো সুদক্ষ উকিলের মতোই ঘুঁটি সাজাতেই থাকি।
আজও তবু সময়ের অভাবে সময়ের কাজ সময়ে করাই হয়ে ওঠে না!
চলার গতি একেবারে শ্লথ হলে
তবেই না আশেপাশে ঠিকমতো চোখ মেলে তাকাই!
বুদ্ধির বাটখারা দিয়ে করতে থাকি ঠিকভুলের কতোই না মাপজোক।
তারপর আবারও চলতে শুরু করি;
ব্যবহারিক বা পারমার্থিক দৃষ্টিকোণ থেকে যদিও বা একে ঠিক চলা বলা যায় !