আজন্ম হেঁটে যাওয়া পথ মাঝে মাঝে অপরিচিত মনে হয়. সমস্ত আলোর সাথে মিশে আছে আমাদের গোপন কান্না. মধু ও বিষের মাঝে মৌমাছির ছেঁড়া ডানা. চিরদিনই পথ বেঁকে যায় আলো থেকে অন্ধকারের দিকে. ঘাসেদের গানে সুর নয়, জীবন ভেসে ওঠে. সাঁকোর ওপর সান্ধ্য ভ্রমণ ঝুঁকে আসে ক্রমশ. নিজস্ব ছাইয়ের ওপর কুয়াশা ছিটিয়ে নির্ধারিত পথটির সাথে পরিচয় সেরে রাখি।