কবিতায় জয়ীতা ব্যানার্জী
by
TechTouch Talk
·
Published
· Updated
নিমন্ত্রণ
ঘুমঘোরে এ শহর যেদিকে গ্রামের পথে নেমে গেছে
দুইপাশে শালবন পেরিয়ে ঝাপসা চোখ তার
দেখেছে মাদার গাছে মাধবীলতার ঝাড়
থোকা থোকা ফুলের আলোয় এতটুকু চাঁদ
আর পলাশের কচি পাতা শীতের জঠর থেকে
তাকে ,তাকেই বলছে, ‘এ বছর-ও যেন আসা হয়’
দূরে মেঘের চাদরে ঢাকা পৌষমাস,গোর্গাবুরু-ও