কবিতায় কুমারেশ তেওয়ারী
by
TechTouch Talk
·
Published
· Updated
তফশিলী রাত
ভেনাসের উরু নিয়ে স্বপ্ন নেই কোনও
বিছানা-বালিশজুড়ে লেগে পূর্বঘ্রাণ
এখনও পারেনি হতে ততটা মলিন
আলোতে ছায়াতে মাখা জানালার কোল
চিরন্তন কলঘরে নেচে ওঠে চান
সামহিক স্নানাগারে হালকা প্রাচীর
চুড়িতে বালাতে ঘষা রমনীয় চান
ভালো লাগে কাকলির নির্দিষ্ট প্রহর
হঠাৎ থামিয়ে স্নান নিজস্ব শিশুকে
আদর মাখায় মা‘র আঁতুপুতু স্বর
ভাবতে চাইনা ঘ্রাণ আপেল পাতার
অনুরাগে বোঁটা ছিঁড়ে তুলে নিই লেবু
নম্র ধুনে বেজে ওঠে গেরস্ত সেতার
মাটির উঠোনে নীচু ঝাঁট দেয় নারী
উঁকি দেয় তার কালো স্তনের আভাস
নন্দনতত্ত্বের বুকে জলেরপ্রপাত
বনভূমি পথে আমি চর্যা-র হরিণ
আরবার ছুটে যাবো সঙ্গোপনে শোনো
স্থাবর জঙ্গম আর তফসিলী রাত