কবিতায় উজ্জ্বল সামন্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
“গাঁ যে আমার মা”
সবুজ ঘেরা গাঁ আমার রাঙা মাটির পথে
গাঁ যে আমার মা দূষণমুক্ত পরিবেশে,
সারি সারি গাছ আর নদী খাল বিলে
পাখির কুজন মুক্ত অক্সিজেনে প্রাণভরে ।
ছোট থেকে বড় হওয়া তোমার স্নেহের পরশে
শান্ত স্নিগ্ধ অকৃত্রিম কোলাহলে,
ধানক্ষেত সারিসারি আঁকাবাঁকা মেঠো পথে
মানুষ সমাজবদ্ধ জীব গরিবের ওই কুঁড়েঘরে ।
রাখাল ছেলের মধুর বাঁশি বাজায় গরুর পিঠে বসে
নাঙ্গল কাঁধে চাষী ভাই যায় সোনার ফসল ফলাতে,
গাঁয়ের বধু ঘোমটা টেনে পুকুর পানে জল আনতে
মুরুব্বীরা আড্ডা দেয় বুড়ো বটের নীচে।
গাঁয়ের ধুলোয় সুবাস আছে আকাশে বাতাসে
হাঁস গুলো সব চড়ে বেড়ায় বড় দীঘির ঘাটে
নবান্নে নতুন ধানে সোনার ফসল ঘরে
সুখ দুঃখে গাঁয়ের মানুষ বড় আপন যে…