আজ তো রামনব। রাম কি আদেও দেবতা? জানি না। তবে পাণিনি রামকে চেনে।
স্বয়ং মহাদেব পঞ্চমুখে এই রামনাম করেন। কিন্তু কী এই রামনামের মানে? আসুন জানি।
স্বরবর্ণ মাত্রই পুংলিঙ্গ এবং স্বাধীন। আর ব্যাঞ্জনবর্ণ মাত্রই স্ত্রীলিঙ্গ আর পরাধীন। ‘আদ্যন্ত বিপর্যয়শ্চ’ — পাণিনির এই সূত্রানুযায়ী বিশ্লেষিত ‘রাম’ শব্দের ‘অ’ সামনে এল। তাহলে দাঁড়াল — অ+র্+অ+অ+ম্। ব্যাকরণের নিয়ম হচ্ছে যে, যদি কোন শব্দের ‘র’ বর্ণের পূর্বভাগে অর্থাৎ আগে এবং উত্তরভাগে অর্থাৎ পরে ‘অ’ বসে তবে ‘র’ বর্ণ ‘উ’ বর্ণে পরিণত হয়।