“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় আলো বসু

পিতরি প্রীতিমাপন্নে —-
আদিতেই শর্ত জুড়ে দেওয়া
একটা কিনলে একটা ফ্রি পুশ সেল টাইপ—–
আপনার কর্মই কি যথেষ্ট ছিল না!
বর্ষাদিনের ভরসা, মহেন্দ্র দত্ত, কে সি পাল মহাশয়গণ আপনারা
সেই কল্পতরু, পরিবারের আকাঙ্খা আকাশ ছুঁলেও
বলতে পারেন না —তোমাদের চৈতন্য হোক আর এদিকে
আপনাদের স্নেহ শীতল ছায়াটি মায়ের অংশে
যার কোলে আমাদের রূপকথা, ঘুমপাড়ানি গান
এই কোমল সুধার পাশে কর্তব্য কঠিন আপনি নিরস তরুবর
যাকে তফাতে রাখি যেমন বরাবর বাতিঘর ঘর থেকে দূরে
একা উদাসীন আলোর চাকা ঘোরাতে ঘোরাতে
চলতি কা নাম গাড়ি, আপনি জ্বালানি তার
বিমা ভাঙিয়ে বিমানে তুলে দেন সন্তানকে
কপালে জোটে না কর্তব্যশ্রী, কর্তৃত্বের কঠোরতা কাদা দিল
আপনার সাদাসাপটা কাপড়ে
সংসারের মাথা হয়েও নায়ক নন, নায়কের কমল মিত্র বাবা