গুচ্ছ কবিতায় বর্ণজিৎ বর্মন

১| জল
আমি তো জল
স্বচ্ছ জল
স্বাদের গেট খোল , ঢুকে পরি
তোমার ইচ্ছা মতো
কালারফুল করো , গবেষণার উর্বর থিসিস খানি
ধ্রুবতারার আলো
তোমার মুখোজ্জল করুক বিশ্বের দরবারে
আমি তো জল
সৃষ্টি , ধ্বংস চওড়া বুকের ক্ষেতে
ক্ষমতা আন্ডার (under ) প্রতিদেশের
পার্লামেন্টের দরদী উজ্জল হাতে
আমি তো জল …
২| মন যদি চায় তোকে
মন যদি চায় তোকে
রঙ্গিন হৃৎপিন্ডের ল্যাবরেটরীতে
আতুর ঘর হবে পঞ্চ রান্নার
শীতের গাভিন শর্ষে ক্ষেতে
হারিয়ে যাব
বসন্তের নিদারুন চন্দনের বনে
অবক্ষ অবেলায় ।
মন যদি চায় তোকে
উথলে উঠা গহিন গাঙ থেকে
নিয়ে আসব
সমগ্র নীলাকাশের প্রতিছবির মতো
সুখ পাখির যাত্রা রোডের
লাইন বাই লাইন ,
পুঙ্খানুপুঙ্খ বর্ণনার পাতা গুলি
৩| শর্ষে ফুলের পাপড়ি
বসন্তের সারা শরীর জুড়ে যখন
পূবাল হাওয়া বেহালা বাজায়
উদাস সীমার মন ঊচ্ছল হয়ে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেনারশী শাড়ি পরে