কবিতায়ণে সৌম্যদীপ চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জীবনদীক্ষা
ডারউইনবাদের ক্রম বিবর্তন চোখের সামনে দেখেছি;
স্পর্শ করেছি তাকে, প্রেমে-অপ্রেমে, শব্দে-নৈশব্দে অব্যয়ের মতন।
কালনেমির মুক্তোভাগ, তো কেবল ব্যকরণীয় শব্দবন্ধ নয়;
দুদণ্ড হলেও,তা ছুঁয়ে গেছে আপনাকে-আমাকে,
কফিসপে বা নিভৃত কোন অবসর যাপনে।
পরিবর্তনের ধারাপাতে, কতবার জানা নামতার ফল
দুই এক্কে তিন হয়ে গ্যাছে, নিজেরই অজান্তে;
তবুও হ্যাঁ এবং তবুও, অনেক না পাওয়ার মাঝেও,
কিছু কিছু হিরণ্ময় চাহনি,
অব্যাহত রেখেছে আহ্নিকগতির সাবলীল ধারাকে।
মনখারাপের রাত বা অলসদুপুরের নির্বাসন শেষে;
শরত সূর্যের মেঘভাঙা আলো আর চৈতালী সন্ধ্যার আকাশময় ছায়াপথ-
আমায় শিখিয়েছে- মনই হ’ল ম্যাজিক মন্ত্রর খেলাঘর
আর জীবন, সেতো সাতরঙে চুবোনো রামধনুর বর্ণদ্যুতির আকর ছাড়া কিছুই নয়।
শুধু মেঘ আর বাস্প।